জুমবাংলা ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ফল ঘোষণা। সোমবার (১২ জুন) বিকাল থেকে খুলনা জেলা শিল্প কলা একাডেমির হলরুমে এই নির্বাচনের ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন।
এখন পর্যন্ত ৬০ কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৭ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন সাত হাজার ১৮৯ ভোট।
এই সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের এস এম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক। এর আগে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
বরিশালে জয়ের সুবাতাস পাচ্ছে নৌকা, হাতপাখার চেয়ে বিপুল ভোটে এগিয়ে আ.লীগ প্রার্থী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।