জুমবাংলা ডেস্ক: খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়ার পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজির চারজন যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ১টায় যাত্রীবাহী সিএনজিটিকে ধাক্কা দিয়ে ডোবায় পড়ে যায় বালুবাহী একটি ট্রাক। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫টায় ডোবার ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় রাকিব শেখ নামে ট্রাক চালককে আটক করেছে পুলিশ। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সিএনজি চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫) ও রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২)। নিহত অপর দুজনের মধ্যে একজন নারী (৩৫) ও একজন পুরুষের (৪৫) পরিচয় জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, বালু ভর্তি ট্রাক (সাতক্ষীরা ই ১১-০৩৯৪) ও যাত্রীবাহী সিএনজিটি খুলনার দিকে যাচ্ছিলো। ট্রাকটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিসহ ট্রাকটি রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়। সিএনজির ওপর বালুভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে ডুবে যায়। সিএনজি থেকে কেউ বের হতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।