জুমবাংলা ডেস্ক: খুলনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৩৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
রবিবার সকালে খুলনা-সাতক্ষীরা সড়কের নিজখামার এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ যশোর জেলার কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের আনসার আলীর ছেলে। তিনি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় বেসরকারি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নগরীর লবণচরা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) রত্নেশ্বর কুমার মণ্ডল জানান, সকাল পৌনে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের নিজখামার এলাকায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুস সামাদ নিহত হন।
এসআই জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করেছে। তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছে।
নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।