স্পোর্টস ডেস্ক : যখনি সময় পান খেলা দেখতে বসে পড়েন তিনি। এমনকি টাইগারদের অনুপ্রেরণা দিতে প্রায় সময় মাঠেই চলে আসতে দেখা গেছে তাকে। তিনি আর কেউ নন বাংলাদেশের ক্রিকেটপাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি যে খেলা পাগল সেটা কারো অজানা নয়। প্রধানমন্ত্রী হয়েও নানা ব্যস্ততার মাঝেও বাংলাদেশের প্রায় প্রতিটি ম্যাচই দেখার চেষ্টা করেন তিনি। এবার আবারো দেখা গেলো ক্রিকেটের প্রতি শেখ হাসিনার ভালোবাসা।
সোমবার বিশ্বকাপে ৩১তম ম্যাচ ছিলো বাংলাদেশ আর আফগানিস্তানের। টাইগারদের জন্য এ ম্যাচ ছিলো ‘ডু অর ডাই’। বাংলাদেশ ক্রিকেট দলের যেকোনো ভক্তের মতো শেখ হাসিনার মধ্যেও এই ম্যাচ নিয়ে ছিলো ব্যাপক উত্তেজনা। ম্যাচটি দেখার জন্য উদগ্রিব ছিলেন তিনি।
কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানও চলছিলো তখন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আমরা ৫ টার মধ্যে শেষ করতে চাই, আজকে ক্রিকেট খেলা আছে মনে আছে তো???’।
ক্রিকেটপাগল প্রধানমন্ত্রীর এই তাড়াহুড়া করার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রকাশের পরই সেটি সামাজিক যাগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।