মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ার দড়িবাউশিয়া এলাকায় আজ মঙ্গলবার বিকাল ৩টায় সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। এতে ১৭ জন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের সাথে কথা বলে জানা যায়, আজ মঙ্গলবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার দড়িবাউশিয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় এতে ঘটনাস্থলে বাসের দুইজন যাত্রী মারা যান এবং আহত হন ১৭ জন যাত্রী।
আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে হাইওয়ে পুলিশ। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন, রনি মিয়া (৪০), সুজন(২৪), পলাশ (২২), সাকিল (২৩), ফারাজানা (৩৫),আরজুদা (৩৬), সোলায়মান হোসেন (৫০), মোখলেশ (৪০), আলমগীর (৪৮), মোহাম্মদ হোসেন (৩৫), আবু জাফর (৪৫), খোরশেদ আলম (৪১), হাবীব (২৩), রায়হান (১৯),শামিউল (৪), গিয়াস উদ্দিন (৪৫), রবিন (১৭)।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, যাত্রীবাহী ও কাভার্ড ভ্যানটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।