নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে গজারিবনের ভেতর থেকে রাসেল বেপারী (১২) নামে এক কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাসেল বেপারী রুদ্রপুর মধ্যপাড়া এলাকার মৃত কাদির বেপারীর ছেলে। সে হোতাপাড়া থেকে আরপি গেট সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
রাসেল বেপারীর মামাতো ভাই আব্দুল কাইয়ুম বলেন, শুক্রবার বিকালে রাসেল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শনিবার ভোরে স্থানীয়রা বনের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে স্বজনরা গজারিবনে গিয়ে লাশ শনাক্ত করে। দুর্বৃত্তরা রাসেলকে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।
এদিকে, রাসেলকে হত্যার বিচার দাবিতে বিকাল ৪টার দিকে জয়দেবপুর থানার সামনে অবস্থান নেন এলাকাবাসী। হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘মাথায় ইট দিয়ে আঘাত করে রাসেলকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। তবে রাসেলের অটোরিকশাটি খোয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।