জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থাকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
ড. মোমেনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে পিটার হাস বলেন, আমরা নতুন ভিসানীতি নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান, তাদের প্রত্যেককে সমর্থনের উদ্দেশেই এটা (নতুন ভিসানীতি) ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে ড. মোমের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আবারও কথা বলেছি এবং যুক্তরাষ্ট্র সম্প্রতি যে ভিসানীতি ঘোষণা করেছে তা নিয়েও আমরা আলোচনা করেছি।’
এর আগে বাংলাদেশের নির্বাচনে অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সিদ্বান্ত নেয় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে নতুন করে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি দেশটি।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এতে চিন্তার কিছুই নেই। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের যে অঙ্গীকার, একটি অবাধ-সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা করতে চাই, এটাকেই তারা সমর্থন দিয়েছেন। একটি অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন করতে যত ধরনের আয়োজন করা প্রয়োজন, আমরা তা করব। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে বদ্ধপরিকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।