
জুমবাংলা ডেস্ক : অফিস ও গণপরিবহন চালু হলেও বন্ধ থাকবে রাইড শেয়ার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
Advertisement
এতে বলা হয়েছে, যাত্রী পরিবহন-সংক্রান্ত যাবতীয় অ্যাপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে।
শনিবার সন্ধ্যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দিয়েছে বিআরটিএ। এর আওতায় “পাঠাও” ও “উবার”ও রয়েছে বলে জানা যায়।
কার্যক্রম স্থগিত থাকার বিষয়টি সম্পর্কে সরকারিভাবে অবগত হয়েছেন বলে নিশ্চিত করে জানিয়েছেন পাঠাও ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


