গরমে সারা দেশের অধস্তন আদালতে আপাতত কোট-গাউন পরতে হবে না

জুমবাংলা ডেস্ক: তাপপ্রবাহের মধ্যে সারা দেশের অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোর্ট ও গাউন পরতে হবে না। শুধু সাদা শার্ট কালো প্যান্ট পরেই আদালতের কার্যক্রমে অংশ নেওয়া যাবে।

শনিবার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত দেন। তবে উচ্চ আদালতের বিচারক ও আইনজীবীদের ক্ষেত্রে ড্রেসকোড অপরিবর্তিত থাকবে।

বৈঠক সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের সব এজলাসে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) থাকায় বিচারক ও আইনজীবীদের ড্রেসকোড অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়, আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নেন যে, দেশের সকল অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং আইনজীবীরা সাদা ফুলশার্ট, নারীরা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবিবারের সব পরীক্ষা স্থগিত