Advertisement
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে পিটিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ অক্টোবর) রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কয়েকজন চোর একটি বাড়ি থেকে গরু চুরি করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চোরদেরকে ধরে ফেলে এবং চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের মারধর শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনা অনুসন্ধানে তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



