লাইফস্টাইল ডেস্ক : ডায়াবেটিস নানা কারণে হতে পারে; কিন্তু এবার আমরা আলোচনা করব, গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে কী করণীয়। আর এ ধরনের ডায়াবেটিসকে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়ে থাকে।
আর এ ধরনের ডায়াবেটিসের কারণ হিসেবে বিশেষজ্ঞগণ বলছেন, গর্ভস্হ সন্তান তার পুষ্টির জন্য অতিরিক্ত গ্লুকোজ বা চিনি শোষণ করে। আর এই গ্লুকোজ ফ্যাট বা চর্বিতে রূপান্তরিত হয়। এভাবে তৈরি হয় গর্ভাবস্থায় ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস। আর মায়েদের যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস হয় তাহলে সেক্ষেত্রে ভূমিষ্ঠ হওয়া শিশুটি আকৃতিতে স্বাভাবিক শিশুর চেয়ে বড় হয় এবং পরবর্তী সময়ে মুটিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর এ ধরনের ডায়াবেটিস যদি মহিলাগণ নিয়ন্ত্রণ করতে সচেষ্ট না হন তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী কয়েক বছর ডায়াবেটিস থেকে যায়।
তাই গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে অবশ্যই খাবার নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে যে কোনো পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন। এ ছাড়া কোনো ডায়াবেটিক বিশেষজ্ঞের উপদেশ অনুযায়ী পূর্ব সতর্কতা অবলম্বন করতে পারেন। লেখক : ডা. মোড়ল নজরুল ইসলাম, চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।