গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ চলছে

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

জুমবাংলা ডেস্ক: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে গত ১২ অক্টোবর এ আসনে নির্বাচন চলাকালে ব্যাপক অনিয়মের কারণে ভোট গ্রহণ বন্ধ ঘোষিত হয়েছিল।

বুধবার সকাল থেকেই ভোট দিতে কেন্দ্রে আসছেন ভোটাররা। তবে ঘন কুয়াশা ও শীতের কারণে প্রতিটি কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি একেবারে কম দেখা গেছে। ভোট শুরুর পর ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমি কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি।

ফুলছড়ি ও সাঘাটা—এ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।