আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ত্রাণ অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটির ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, গাজায় গাজায় দুর্ভিক্ষ ঘোষণা অনেক দেরি হয়ে গেছে।
শনিবার (২৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস গাজার দুর্ভিক্ষের বিষয়টি উল্লেখ করে ত্রাণ কার্যক্রম জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ত্রাণ কার্যক্রমের প্রধান বলেছেন, অবরুদ্ধ এ উপত্যাকায় দুর্ভিক্ষ আসন্ন।
তিনি বলেন, আমরা জানি যে যখন দুর্ভিক্ষ ঘোষণা করা হবে তখন এটি অনেক দেরি হয়ে যাবে। আমরা এটাও জানি যে সদিচ্ছা ও পদক্ষেপের মাধ্যমে এ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।
মার্টিন গ্রিফিথস বলেন, আমাদের অবশ্যই গাজায় খাদ্য ও অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা বাড়াতে হবে। এখন নষ্ট করার মতো সময় নেই। আমি ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে মানবিক ত্রাণের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারের জন্য পুনরায় আহ্বান জানাচ্ছি।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালালে ইসরায়েল বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার (২২ মার্চ) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন তিনি।
ব্লিঙ্কেন বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের লক্ষ্যের সঙ্গে আমরা আছি। তবে তা অর্জনের উপায় রাফায় বড় ধরনের সামরিক স্থল অভিযান হতে পারে না।
তিনি বলেন, এতে আরও বেসামরিক মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়বেন। মানবিক ত্রাণসহায়তা বিতরণে বড় ধরনের বাধা তৈরির ঝুঁকি দেখা দেবে। এই হামলা চালালে বিশ্বজুড়ে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও অবস্থান হুমকির মুখে পড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।