নিজস্ব প্রতিবেক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিম পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাড়া বাসার ২১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরের জনৈক হাজী নুরুল ইসলামের মালিকানাধীন ওই বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে ২১টি কক্ষ, বাসিন্দারা প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া আব্দুল মান্নান বলেন, “সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা ও মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।”
বাড়ির মালিকের ছেলে নাজমুল জানান, “দুপুরে আমাদের ভাড়া বাসায় আগুন লাগলে ২১টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম।”
মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার ইন্সপেক্টর আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।