নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট-এর অভিযানে জেলা ও মহানগর থেকে আরও ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মহানগর থেকে ৬৯ জন ও জেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে গাজীপুরে গত ৩ দিনে গ্রেপ্তার হলো ২৪৬ জন।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর ৮ থানায় আরও ৬৯ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অপরদিকে গাজীপুর জেলার ৫ টি থানায় গ্রেপ্তার হয়েছে ১২ জন।
এর আগে ডেভিল হান্ট’র অভিযানে মহানগর ও জেলা পুলিশ ৬৫ জন ও রোববার রাতের অভিযানে জেলা পুলিশ ২১ জন এবং মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “ডেভিল হান্ট অভিযানে অব্যহত রয়েছে। প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে। নতুন আরও ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে।”
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা করা হয় এবং তাদেরকে আটকে মারধর করা হয়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন।এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী মামলার প্রধান আসামি।
সিলেটে এক সঙ্গে থানার এসআই, এএসআই সহ ১৩ পুলিশ সদস্য প্রত্যাহার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।