নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ছয় দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।
সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আইএইচটি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ দফা দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ উভয় লেন অবরোধ করে। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে গাছা থানা পুলিশ ও স্থানীয় লোকজনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
দাবিগুলো হলো-স্বতন্ত্র পরিদফতর গঠন করতে হবে। ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে হো এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার স্নান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বিফার্মসহ সকল অনুষদের বিএস সি ও এমএস সি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু কত হবে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আইএইচটিকে স্বতন্ত্র পরিদফতর ঘোষণা, ডিপ্লোমাধারীদেরকে চাকরিতে ১০ম গ্রেড প্রদান, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরসহ ৬ দাবিতে মহাসড়ক অবরোধ করে বলে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।