নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের একটি কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধার এক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে লাল মিয়া নামে গ্রেফতারকৃত এক লম্পটকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে তাকে শনিবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা করেন।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান।
গ্রেফতারকৃত লাল মিয়া উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে।
ওসি জানান, লাল মিয়া ভুক্তভোগী ওই নারীকে বহুদিন ধরে উত্যক্ত ও অশ্লীল প্রস্তাব দিয়ে আসছিল। শনিবার রাতে সে সুযোগ বুঝে ভুক্তভোগীর রুমে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। ভুক্তভোগীর চিৎকারে লম্পট লাল মিয়া তার পরিহিত লুঙ্গি রেখে পালিয়ে যায়। পরে ব্রাহ্মণগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ধর্ষণ চেষ্টার মামলা শেষে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগী ওই নারী বলেন, লম্পট লাল মিয়া একজন খারাপ প্রকৃতির লোক। সে বহুদিন ধরে রাস্তাঘাটে আমার পথ আটকিয়ে নানারকম কু-প্রস্তাব দিয়ে আসছিল। আমি রাজি না হওয়ায় আমাকে ভয়ভীতি দেখাতো। বেশ কিছুদিন ধরে বলছিল সে আমার অনেক বড় ক্ষতি করবে। আমি কিছুটা ভয়েই ছিলাম। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আজ নেই। তার সন্তান হিসেবে আমার অসহায়ত্ব বিবেচনা করে সরকার আমাকে এ আশ্রয়ণকেন্দ্রে একটি ঘর উপহার দেন। আর এ লম্পট লাল মিয়া আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণের জন্য চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আমি রক্ষা পাই। আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, লাল মিয়া সত্যিকার অর্থে একজন বখাটে ও খারাপ প্রকৃতির লোক। সে এর আগেও কয়েকবার অন্য একটি কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই কিশোরী থানায় অভিযোগ করলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। ওই ঘটনায় সে জামিনে বের হলেও নিজেকে বদলায়নি। আবার সে একই কাজ করল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।