নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাইদুর রহমান শাহীন গোসিংগা গ্রামের মৃত জয়নাল হাজীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘‘৫ আগস্টের পর থেকে শাহীন প্রকাশ্যে চলাফেরা কম করতেন। বুধবার তিনি ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।