নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১-এর সদস্যরা। বুধবার (৬ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরের গাছা থানার হাজীরপুকুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. এরশাদ মোল্লা (৩৭), মোহাম্মদ ফারুক (৩১), মো. শরিফুল ইসলাম সুমন (৪০) ও সাহিদুল ইসলাম সোহেব (৩০)।
র্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গাছা থানার ছয়দানা হাজীরপুকুর স্টিলটেক ইন্ডাস্ট্রিজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে থাকা চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা চোরাইপথে ইয়াবা এনে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।