নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : কোরবানির ৪৮ ঘণ্টার মধ্যে সব বর্জ্য সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ঈদে নাগরিক পরিষেবা নিশ্চিত করতে এ সিটি করপোরেশনের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও বৃহস্পতিবার ছয়দানা এলাকায় তার বাসভবন থেকে জানান মেয়র।
তিনি বলেন, আমাদের সিটিতে কোরবানির পর ‘বর্জ্য কীভাবে জিরো করা যায়’, সেজন্য আমরা ঈদের দিন এবং ঈদের পরের দিন ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টায় আমরা সম্পূর্ণ বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাই। সেজন্য আমাদের গাজীপুর সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে দিয়েছি।
“আমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকব এবং অন্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন আমরা সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিয়েছি।”
নগরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা এবং দোয়াও চেয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।