নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন। তাদের পরিবর্তে নতুন শিক্ষকদের পরীক্ষাকেন্দ্রে নিয়োজিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভ্যানু এবং কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, উপজেলার আবেদ আলী গার্লস স্কুলের দুই শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান। অপরদিকে একই দিন কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অব্যহতি পাওয়া শিক্ষক হলেন, বলদীঘাট জান মোহাম্মদ সরকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাহিদ হাসান।
কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান খান বলেন, ওই কেন্দ্রের দায়িত্বে থাকা শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম কেন্দ্র পরিদর্শনের সময় এই সিদ্ধান্ত নিয়েছেন।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ৩ জন শিক্ষককে দায়িত্বে অবহেলা করতে দেখেন। এরপর তিনি ওই ৩ শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে অবব্যহতি দেন।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমি শুনেছি ৪ শিক্ষককে এসএসসি পরীক্ষাকেন্দ্রে থাকা দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, কেন্দ্র পরিদর্শন করা সময় তাদের দায়িত্ব পালনের যে দৃশ্য দেখেছি, তাতে আমি অসন্তুষ্ট হয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, ওই শিক্ষকেরা এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। এরপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের পরিবর্তে ওই কেন্দ্রগুলোতে অন্য শিক্ষক দায়িত্ব পালন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।