গাজীপুরে ওষুধের মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ

গাজীপুরে ওষুধের মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ওষুধের মূল্যবৃদ্ধি ও ব্যবসায়িক সিন্ডিকেটের বিরুদ্ধে গাজীপুরে প্রতিবাদ সভা এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি মো. শাহজালাল বাচ্চুর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

গাজীপুরে ওষুধের মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির গাজীপুর জেলা কমিটির সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজী মো. আখতার-উজ-জামান, সহসভাপতি মো. আশরাফুল ইসলাম খান, বাবুল হোসেন, মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান, মমিনুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভা শেষে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি মো. শাহজালাল বাচ্চুর কুশপুত্তলিকা পোড়ান বিক্ষুব্ধ ওষুধ ব্যবসায়ীরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হাসিনা সরকারের আমলে সারা বাংলাদেশে দুর্নীতি ও লুটপাট হয়েছে। ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে ওষুধের অধিক মূল্য বৃদ্ধি, কেমিস্টদের ব্যবসায়িক কমিশন কমানো ও কেমিস্টসদের মধ্যে বিভক্তিকরণ, বিদেশি ওষুধ আমদানি করে ১০ গুণ মূল্যবৃদ্ধি করে বাজারজাতকরণ হয়েছে। এসবের মূল হোতা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি মো. শাহজালাল বাচ্চু গং। তাদের সিন্ডিকেট বাণিজ্যের কারণে ওষুধ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

মো. শাহ জালাল বাচ্চু গংরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় আছে। যার কারণে প্রতিনিয়ত ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে। বক্তারা এসব সিন্ডিকেট ভেঙে ওষুধের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।