নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীরা বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদের বিরুদ্ধে অভিযোগ এনে তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শতাধিক শিক্ষার্থী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল করে গাজীপুর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র ও ছাত্রনেতা জাকারিয়া হাসানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে ছাত্রলীগের এক নেতা। সেই সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলামসহ অভিযুক্তদের গ্রেপ্তারে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।
একজন শিক্ষার্থী বলেন, “ছাত্রনেতা জাকারিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালানো হয়েছে। আমরা চাই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং অন্যায়ভাবে দায়ীদের বিচারের আওতায় আনা হোক।”
বিক্ষোভে আরও বক্তব্য রাখেন বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের স্থানীয় নেতৃবৃন্দ। এদের মধ্যে ছিলেন বাসন থানা বিএনপির দপ্তর সম্পাদক খোরশেদ আলম, আইনজীবী সোহেল রানা, শ্রমিকদল কর্মী নুরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা কাজী মামুন এবং ছাত্রদল নেতা মুরাদ মির্জা।
বিক্ষোভ শেষে একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসানের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অনিচ্ছাকৃত বিলম্ব এবং ওসি কায়সারের পক্ষপাতমূলক আচরণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, “মারামারির একটি মামলার আসামিরা ধরা না পড়ায় কিছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছে। তবে তারা যেসব অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান সাংবাদিকদের জানান, “ওসির বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।