নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে খাল থেকে রমজান আলী (৪৮) নামের এক রিকসা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে মাওনা ইউনিয়নের আধুরবান এলাকার লবলং খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
নিহত রমজান আলী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধুরগোলা মাইজবাগ গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।
ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
পরিবার ও স্থানীয়রা , শনিবার দুপুরে রমজান আলী বাসা থেকে খাবার খেয়ে বের হন। বিকেলে বাড়ির পাশের একটি দোকানে চা পান করে মাছ ধরার জন্য লবলং খালে যান। কিন্তু রাতে তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের লোকজন রাতভর তাকে খুঁজেও কোনো সন্ধান পাননি। একপর্যায়ে রোববার সকাল ১০টার দিকে স্থানীয়রা লবলং খালের পাড়ে একটি মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ভাগিনা সোহেল রানা জানান, রমজান আলী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন। শনিবার বিকেলে মাছ ধরার জন্য খালে যান, কিন্তু রাতে আর ফিরে আসেননি।
ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।