নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে গভীর গজারি বন থেকে ব্যাটারিচালিত অটোরিশাচালক ইয়াসিন রানার (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার শ্রীপুর ফরেস্ট রেঞ্জের সিংড়াতলী বন বিটের (রেনু ভিটা) গভীর গজারি বন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইয়াসিন রানা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের ওসমান গণির ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী (শিরিরচালা) এলাকায় স্ত্রী ও দেড় বছরের এক ছেলে নিয়ে মনাফের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ওসি আবদুল হালিম নিহত অটোরিশাচালকের পরিবারের বরাত দিয়ে জানান, ইয়াসিন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার সকালে স্থানীয়রা গজারি বনে পাতা কুড়াতে গেলে বনের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে চালককে গলায় শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় এক বাড়ির সিসিটিভির সহযোগিতায় পুলিশ মাধখলা-শ্রীপুর সড়কের আমান পোশাক কারখানার সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশায় চার্জ না থাকায় দুর্বৃত্তরা সেটি ফেলে চলে গেছে।
ওসি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।