জুমবাংলা ডেস্ক : শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করে কারখানা গেটে নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন।
শ্রমিকেরা জানায়, রোববার (১১ মে) সকালে কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই কারখানা এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, কাজের রেট বৃদ্ধির জন্য তারা কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছিল। আজ তাদের এ ব্যপারে কাজের রেট প্রকাশ করার কথা থাকলেও সকালে এসে দেখে কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ। পরে কারখানা খুলে দেয়া ও নতুন রেট বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে।
জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel