Advertisement
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ কুনিয়াপাচর এলাকা থেকে মাজেদা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাজেদা খাতুন তারগাছ কুনিয়াপাচর এলাকার রুবেলের স্ত্রী।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি গাছা থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মালেক খসরু খান জানান, রুবেলের নিজ ঘরের মেঝে থেকে গলায় ওড়না পেঁচানো মাজেদা খাতুনের মরদেহ পড়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।