নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়িতে রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন।
বুধবার (৪ ডিসেম্বর) মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে ওই কারখানার ছাঁটাইকৃত ৮৭ জন শ্রমিক পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, কিছুদিন আগে কোনও পূর্বঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদের ছাঁটাই করে। এতে তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। শ্রমিকদের অভিযোগ, ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে পরিচালিত হয়েছে। তারা অবিলম্বে পুনর্নিয়োগের দাবি জানান এবং এ বিষয়ে স্লোগান দিতে থাকেন।
রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল হোসেন রিপন বলেন, ‘শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হয়েছে। কিন্তু পুনরায় তাদের নিয়োগের দাবিতে কারখানার প্রদান ফটকে এসে বিক্ষোভ করছেন। নিরাপত্তার স্বার্থে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।