নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে গাজীপুর মহানগরীর পূবাইলে অবস্থিত হিজল তমাল রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজম খান। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল লতিফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কর্ণেল (অব.) জাকি, মুখপাত্র ডেল এইচ খান, সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন, তারিফুল ইসলাম তপু, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী সুমন, নুর ই আলম সিদ্দিকী আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনি ইসলাম ও জান্নাতুল ফেরদৌসী শিমু, সাংগঠনিক সম্পাদক নাইমা ইসলাম লতা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আজম খান বলেন, “জনতার দল দেশের সকল ভূমিহীন মানুষের অধিকার আদায়ে কাজ করবে। জনগণের কল্যাণে রাজনীতি করাই আমাদের লক্ষ্য। শীঘ্রই জনতার দল ৩০০ সংসদীয় আসনে যোগ্য প্রার্থী ঘোষণা করবে। এই দল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
সভায় বক্তারা দেশের ভূমিহীন জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।