নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (২৫) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তেলিহাটি–টেংরা আঞ্চলিক সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

রোববার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন মোড় এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর থেকে জৈনা বাজারের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার উভয় পা ভেঙে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাইফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার সময় তিনি একাই সুজুকি এসএফ মডেলের মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


