নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে তৃতীয় লিঙ্গের সরদার লাইলী ভান্ডারীকে বৈদ্যুতিক সমস্যার কথা বলে তৃতীয়তলায় ডেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তিন ভাড়াটিয়া। এর আগে টেপ দিয়ে মুখ পেঁচিয়ে মারধর করা হয় তাকে। পরে মৃত ভেবে ঘরে তালা লাগিয়ে দ্রুত পালিয়ে যায় ঘাতকরা। কিছুক্ষণ পর জানালা দিয়ে প্রতিবেশীদের সহযোগিতা কামনা করলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে লাইলীকে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটেছে গাজীপুর নগরীর খাইলকুর ভাল্কারটেক মোল্লা মার্কেট এলাকায়। সোমবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার গাছা থানায় স্থানীয় বাবুল, দুলাল, মানিক, জামানসহ আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন নিহতের শিষ্য ঝর্ণা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। কয়েকজনকে এরই মধ্যে নজরদারিতে রাখা হয়েছে, দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।
প্রায় একশো তৃতীয় লিঙ্গের সরদার লাইলী ভান্ডারী বিশ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গাজীপুরে বসবাস শুরু করেন। নিজ ও শিষ্যদের জমানো টাকায় জমি কিনে বাসা করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।