নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দৈনিক কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মো. মনিরুজ্জামান দুদিন ধরে নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ মে) কালিয়াকৈর থানায় নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ সাংবাদিক মো. মনিরুজ্জামান (৩৩) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার জুম্বাবাড়ী গ্রামের আব্দুস ছালামের ছেলে। সে কালিয়াকৈরে শাহীন স্কুলের পরিচালক ও দৈনিক কালবেলা পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।
ডায়েরিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কালিয়াকৈরের লতিফপুর এলাকার শাহীন ক্যাডেট স্কুলের গেটের সামনে থেকে প্রাইভেটকার নিয়ে রওনা দেন। তার সঙ্গে আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও অজ্ঞাত এক ব্যক্তিও ওই গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বিকেলে ৫টার দিকে মনিরুজ্জামানের মোবাইলে স্ত্রী সালমা যোগাযোগ করলে ঢাকায় আছেন বলে জানান। এরপর সাংবাদিক মনিরুজ্জামান বাড়িতে না ফেরায় তার মোবাইলেযোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।
অপরদিকে, সাংবাদিক মনিরুজ্জামানের সঙ্গে থাকা আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকারের মোবাইলও বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে ডিজিতে উল্লেখ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, শুনেছি তিনি ঢাকা থেকে মিসিং হয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।