
নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৭৬১ জন আক্রান্ত হলেন।সুস্থ হয়েছেন ২২২ জন । আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় রয়েছেন ৪৫১ জন।
Advertisement
শনিবার (২৩ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৩৩ জন গাজীপুর সদর উপজেলার ও ১০ জন কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৪৫১জন, কালীগঞ্জ উপজেলায় ১১১ জন, কাপাসিয়া উপজেলায় ৮৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৮০ জন ও শ্রীপুর উপজেলায় ৩৬ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ২২২ জন ও মৃত্যু হয়েছে তিনজনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


