নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদ থেকে চুরি হয়েছে তিনটি ফায়ার এক্সটিংগুইশার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মাগরিবের নামাজ চলাকালীন এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, গেঞ্জি ও লুঙ্গি পরা দুই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদে প্রবেশ করে। মুসল্লিরা নামাজে থাকায় তাদের সন্দেহজনক গতিবিধি কেউ তখন বুঝতে পারেননি। নামাজ শেষে দেখা যায়, মসজিদের দেয়াল থেকে তিনটি ফায়ার এক্সটিংগুইশার নেই।
পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই দুই ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে চতুরভাবে একে একে তিনটি ফায়ার এক্সটিংগুইশার খুলে নিচ্ছেন এবং দ্রুত পালিয়ে যাচ্ছেন।
ঘটনার পর মুসল্লিরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এ ধরনের চুরি অত্যন্ত নিন্দনীয়। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
মসজিদ কমিটির সভাপতি জানান, আমরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। ফুটেজ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তদন্ত করছে।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।