গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পানিতে ডুবে তিন শিশু বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খিরাটি এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়।
নিহতরা হলো- ওই এলাকার মিলন মিয়ার দুই মেয়ে সনথিয়া (১১), সিনহা (৭) ও তাদের ফুফাত বোন হিমা (১২)। হিমা নরসিংদী সদর উপজেলার মনির হোসেনের মেয়ে।
খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, হিমা তার নানাবাড়ি বেড়াতে এসেছিল। দুপুরে তিন বোন ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় তিন বোনের মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ তিনটি দাফনের অনুমতি দেয়া হয় পুলিশ।
জুমবাংলানিউজ/আরএস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।