নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার পৃথক দুটি স্থান থেকে এক কিশোর ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন হলেন মনির হোসেন (১৯) এবং অপরজন মৃদুল সরকার (২৯)।
শ্রীপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি বনের ভেতর থেকে মৃদুল সরকারের মরদেহ এবং একই দিন ভোররাতে পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকা থেকে মনির হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পুকুরিয়া বেপারিপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারসহ তিনি শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় এক বাসায় ভাড়া থাকতেন। জানা গেছে, মনির দুই বছর আগে পিতৃহীন হন এবং এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার রাতে তিনি স্বাভাবিকভাবে ঘুমাতে যান, কিন্তু ভোররাতে বাড়ির সামনে একটি আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
অপরদিকে, মৃদুল সরকার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে নিখোঁজ হওয়ার পর সকাল বেলায় এলাকার একটি বনের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।