নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রেমিকের সঙ্গে আবাসিক হোটেলে গিয়ে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে হাসপাতালে নেওয়ার পথে ওই তরুণীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, প্রেমিক মমিনুল ইসলাম মোহন (২২) ও তার বন্ধু আতিকুর রহমান (২৩) এ ঘটনায় জড়িত থাকায় দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। মোহন রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে, আর আতিকুর পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, তিন বছর ধরে মোহন ও ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তারা আশুলিয়ায় বসবাস করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা গাজীপুরের চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে ওঠেন।
রাতের কোনো এক সময় তারা শারীরিক সম্পর্কে জড়ালে তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এরপর তারা একটি ফার্মেসিতে চিকিৎসা নিতে যান, কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার সকালে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা আরও খারাপ হলে ঢাকায় নেওয়ার পথে তরুণীটি মারা যান।
অ্যাম্বুলেন্সচালক বিষয়টি বুঝতে পেরে কৌশলে তাদের টাঙ্গাইলের মির্জাপুর থানায় নিয়ে যান। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
ওসি আব্দুল মান্নান আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তরুণীর মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।