নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক গার্মেন্টস শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের শেখ বাড়ি মসজিদ এলাকার একটি ভাড়া বাসা থেকে মোছা. আকলিমা আক্তার (৩০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আকলিমা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমুরিয়া গ্রামের বাসিন্দা। স্বামী আদনান ইসলামের (৩৫) সঙ্গে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন তিনি। দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
বাড়ির মালিক জয়নাল আবেদীন ও প্রতিবেশীরা জানান, সকালে আকলিমার ঘর থেকে তার শিশুর কান্নার শব্দ শুনে সন্দেহ হয়। পরে দরজা খোলা দেখতে পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করেন তারা। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় বাড়ির মালিক এসে দরজা খুলে ঘরের মেঝেতে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিরোধের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে স্বামী আদনান। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।