গাজীপুরে বহিস্কৃত বিএনপি নেতা ইজাদুরই হলেন উপজেলা চেয়ারম্যান

গাজীপুরে বহিস্কৃত বিএনপির নেতা ইজাদুরই হলেন উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে গাজীপুরের তিনটি উপজেলায় একটিতে প্রার্থী ছিলেন বিএনপি নেতা ইজাদুর রহমান। দলীয় আদেশ অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে। তবে বহিষ্কার হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি।

গাজীপুরে বহিস্কৃত বিএনপির নেতা ইজাদুরই হলেন উপজেলা চেয়ারম্যান

নির্বাচনে সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল ঘোড়া। তিনি পেয়েছেন ১৮ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রীনা পারভীন পেয়েছেন ১০ হাজার ২০৮ ভোট। তার প্রতীক ছিল আনারস।

বুধবার রাতে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান এ ফল ঘোষণা করেন।

৪টি ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর সদর উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৯টি। এখানে মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ১০২জন। নারী ভোটার ৬৭ হাজার ৩৩ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

নলকূপ বসানোর সময় মাটি খুঁড়ে মিলল হাঁড়িভর্তি মূল্যবান মুদ্রা