নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর জরুন এলাকার ব্যাটারি তৈরির একটি কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডিবিএল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিরাজুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে ‘ডংইয়া’ ব্যাটারি কারখানার টিনসেডের কার্টনের গুদামে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার স্টেশনে খবর দেয়। স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গুদামের থাকা কার্টন ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং আগুনে মালামাল পুড়ে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।