নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা মডেল মসজিদের গোসলখানার ঝরনার, কল ও বেচিংয়ের চাবি চুরির সময় এক যুবককে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে মুসল্লীরা।
রোববার (৮ ডিসেম্বর ) দুপুরের দিকে উপজেলা মডেল মসজিদের ভেতর এ ঘটনা ঘটে।
আটক ওই যুবকের নাম আসাদুল ইসলাম (৪০) । তিনি শরিয়তপুর জেলার দাদুর দাহ থানার পূর্ব কান্দি গ্রামের আলী আকতার বেপারীর ছেলে।
মডেল মসজিদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা বিল্লাল হোসেন বলেন, ‘রোববার যোহরের নামজের পর মডেল মসজিদে তালিম চলছিল। এসময় ওই যুবক মসজিদে ঢুকে গোসলখানার ১টি ঝরনা, ঝরনার ২টি চাবি ও কল খোলে তার জামার ভিতর নিয়ে নেয়। পরে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের মুয়াজ্জিন দেখে ফেলে। পরে তাকে নামাজ না পড়া ছাড়া মসজিদে কেনো ঘুরাঘুরি করছেন এমন কারন জিজ্ঞেস করলে উত্তর না দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ-সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন । তারা আসাদুলকে ধরে জামার ভিতর তল্লাশি করে কল,চাবি ও ঝরনা উদ্ধার করে। পরে পুলিশে খবর দেওয়া হয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল যায়যায়দিনকে বলেন,’ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে আসাদুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।