নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে পুরো মাসের বেতন এবং ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে সিটি করপোরেশনের গাজীপুরার একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।
শনিবার (২৫ জুলাই) সকালে চলা এই অবরোধে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় শিল্প পুলিশের একজন এএসপি ও একজন ইন্সপেক্টর আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি এমদাদুল হক জানান, সরকার ঘোষিত ১৫ দিনের বেতন এবং ঈদ উপলক্ষে ৩ দিন ছুটি না মেনে ওই এলাকার ভিয়েলা টেক্স পোশাক কারখানার শ্রমিকরা পুরো মাসের বেতন এবং ১২ দিন ঈদের ছুটির দাবি করেন। এই দাবিতে আজ সকালে গাজীপুরা এলাকায় বিক্ষোভ এবং ঢাকা-ময়মনসিংহ অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল শুরু হয়। এ ঘটনায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশের এএসপি এস আলম এবং ইন্সপেক্টর রেজ্জাকুল হায়দার আহত হন।
শিল্প পুলিশের ইন্সপেক্টর রেজ্জাকুল হায়দার জানান, শ্রমিকদের ইটের আঘাতে এএসপি এস আলম নাকে, হাতে ও পায়ে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।