নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল।
শনিবার (১ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটক তিন ছিনতাইকারীকে রাতেই শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।
আটকদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক কিশোর ও আরেকজন গাজীপুরের শ্রীপুর উপজেলার নেড়াইদেড়চালা গ্রামের আব্দুল শেখের ছেলে (অটোরিকশাচালক) হিরণ মিয়া (২৮)।
ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ীতে সড়কের ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনীর টহল দল। পরে আটকদের থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হবে।’
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইলে গ্রেফতার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।