গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়ের পন্থীদের বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়ের পন্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে মাওলানা স্বাদ ও জুবায়ের পন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার বিচার ও ময়দান জুবায়ের পন্থীদের বুঝিয়ে দেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জুবায়ের পন্থী অনুসারীরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়ের পন্থীদের বিক্ষোভ

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এ অবরোধ তৈরী করে জুবায়ের পন্থীরা। ১ ঘন্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরী হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অবরোধে থাকা মুরুব্বিদের সাথে কথা বলে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়ের পন্থীদের গতরাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে। এ সময় সাথীদের রক্তের বন্যা পবিত্র ইজতেমা ময়দান রক্তাক্ত করেছে, সাথীদের মারধর করেছে। যতক্ষণ না পর্যন্ত সাদ পন্থীদের কাছ থেকে মাঠ উদ্ধার করে জুবায়ের পন্থীদের বুঝিয়ে দেয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়ের পন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে ছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা পরিচিতি স্বাভাবিক করা হয়েছে।

টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২