নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল।
শ্রমিকরা সূত্র জানা গেছে, গত দুই মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি। এ নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো প্রতিকার মেলেনি। অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। বাড়িভাড়া, সন্তানদের পড়াশোনা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা—সব কিছুতেই চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে।
আন্দোলনকারী শ্রমিকরা বলেন, “আমরা কাজ করছি প্রতিদিন, কিন্তু বেতন পাই না। কর্তৃপক্ষ শুধু ‘আজ দিচ্ছি, কাল দিচ্ছি’ বলে সময়ক্ষেপণ করছে। পেটের দোষে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”
সকাল থেকে শ্রমিকরা স্লোগান দিতে দিতে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে করে মহাসড়কে আটকে পড়ে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।”
এদিকে, কারখানা কর্তৃপক্ষের কেউ এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শ্রমিকদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তারা। অন্যদিকে, স্থানীয় প্রশাসন এবং শিল্প পুলিশের একটি দল পরিস্থিতি শান্ত রাখতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।