নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার নয়াপাড়ায় মোশারফ কম্পোজিট লিমিটেডের একটি শিল্পকারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অস্ত্রধারী ১০-১২ জনের একটি দল এই ডাকাতি সংঘটিত করে। ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ৭ টন সুতা ও নগদ অর্থসহ প্রায় ২৮ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
কারখানাটি সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অবস্থিত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতেরা একটি কাভার্ড ভ্যানে করে কারখানায় আসে এবং নিরাপত্তাকর্মীসহ উপস্থিত কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তাঁদের হাত-পা বেঁধে গোডাউনে ঢুকে সুতা ও নগদ অর্থ লুট করে দ্রুত পালিয়ে যায়।
ডাকাতির পরপরই মোশারফ কম্পোজিট লিমিটেডের প্রশাসনের উপমহাব্যবস্থাপক ইউনুস আল মামুন ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, ‘আমি গিয়ে দেখি আমাদের কর্মীদের হাত-পা বাঁধা। ডাকাতেরা গোডাউনের মূল্যবান সুতা এবং নগদ অর্থসহ সব মিলিয়ে প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুট করেছে।’
ডাকাতরা পালিয়ে যাওয়ার আগে কারখানা ও আশপাশ এলাকার সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়, যাতে তাদের শনাক্ত করা না যায় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই কারখানার পক্ষ থেকে নবী নেওয়াজ নামে এক কর্মকর্তা জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।