
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে সেরা করদাতাদের সন্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর আসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এ করদাতা সন্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Advertisement
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। গাজীপুর কর আঞ্চলিক অফিসের কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার সাহাদত সরকার, গাজীপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের মোঃআহসান উল্লাহ অন্তু।
এ সময় অন্যদের মধ্য বক্তব্য রাখেন নুরুল ইসলাম মোল্লা, সাদ্দাম হোসেন প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


