নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে স্কুলবহির্ভূত কিশোরী ও তরুণীদের বাজারমুখী পেশাগত দক্ষতা, স্থানান্তরযোগ্য দক্ষতা এবং চাকরির সুযোগ প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র যৌথ আয়োজনে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এ অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. সোহেল রানা।
অ্যাডভোকেসি ক্যাম্পেইনে ইএসডিও’র গাজীপুর শাখার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে কিশোরী ও তরুণীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা অত্যন্ত জরুরি। এজন্য তাদের প্রাসঙ্গিক দক্ষতা অর্জন এবং উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
তারা আরও বলেন, সমাজে এই তরুণ শ্রেণিকে উপেক্ষা করলে উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানো সম্ভব নয়।
এই ক্যাম্পেইনের মাধ্যমে গাজীপুর জেলায় বসবাসকারী স্কুলবহির্ভূত তরুণীদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকগণ। পাশাপাশি এ ধরেণর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।