Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের জয়দেবপুরে একটি মার্কেটে ডাকাতির ২২ দিন পর শরীয়তপুর ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বিপুল সংখ্যক মালামাল উদ্ধার করে পুলিশ ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেএসব তথ্য জানানো হয় ।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য । তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।