নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে থেকে শিক্ষার্থীরা বৃত্তির চেক গ্রহণ করেন। স্নাতক পর্যায়ের বিভিন্ন বর্ষের এসব শিক্ষার্থী তিন বছর ধরে প্রতিবছর ৩৭ হাজার টাকা করে এ বৃত্তি পাবেন।
অনুষ্ঠানে এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন সভাপতিত্ব করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এ বৃত্তি তাদের পড়াশোনায় উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। তারা ভবিষ্যতে গবেষণা ও পরিবেশ সংরক্ষণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।